উত্তরদিনাজপুর

তৃণমূলের সঙ্গে বামফ্রন্টের সংঘর্ষ, ঘটনায় মৃত এক তৃণমূল সমর্থক

তৃণমূলের সঙ্গে বামফ্রন্টের সংঘর্ষের ঘটনায় মৃত এক তৃণমূল সমর্থক। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার গোয়াল পোখর ১ নং ব্লকের পাঞ্জিপাড়া গ্রাম পঞ্চায়েতের ইব্রাহীমপুর এলাকায়। রাতেই গ্রেপ্তার সিপিএম প্রার্থীর স্বামী সহ ৩ জন সিপিএম কর্মী। 

          জানা গিয়েছে, এদিন রাত সাড়ে ১১ টা নাগাদ গোয়াল পোখর ১ নং ব্লকের পাঞ্জিপাড়া ইব্রাহীমপুর এলাকায় মন্ত্রী গোলাম রব্বানির সভা শেষে ফরোয়ার্ড ব্লকের একটি মিছিল বের হয়। তৃণমুল কর্মীদের অভিযোগ, বামফ্রন্ট কর্মীরা তৃণমূল কর্মীদের উপর হামলা চালায়। ফলে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। মৃত ব্যক্তির নাম মহম্মদ মাহাজির (৬০)। এই ঘটনায় আহত হয়েছেন এক জন। সে বর্তমানে চিকিৎসাধীন। পাশাপাশি পাঞ্জিপাড়া ইব্রাহীমপুর ১৩ নং সংসদের তৃণমূল কংগ্রেস প্রার্থী আসিমা বেগমের স্বামী মহম্মদ সাবির আহত হয়। বর্তমানে মহাম্মদ সাবির ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। অভিযোগ অস্বীকার করে পাল্টা তৃণমূলের তরফে আক্রমনের অভিযোগ সহ পুলিশি অত্যাচারের অভিযোগ করেছেন সিপিএম প্রার্থী ফারহাত ফাতমা। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। 

          এবিষয়ে মৃতের প্রতিবেশী মহাম্মদ জলিল জানান, কর্মীসভা করে বাড়ি ফেরার পথে সিপিএম পার্টি অফিসের সামনে তাদের ধরে মারধর করে। আর এই ঘটনায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে তিনি দাবী করেন। 

          অন্যদিকে ১৩নং আসনের সিপিএম প্রার্থী ফারহাত ফাতমা জানান, কর্মীসভা করে তাদের পার্টি অফিসের সামনে দিয়ে গালমন্দ করতে করতে যাচ্ছিল তৃণমূলের কর্মীরা। যার বিরোধিতা করতেই তৃণমূলের সমর্থকরা তাদের উপর আক্রমণ চালায়।